শাহজালাল বিশ্ববিদ্যালয়ে বেড়েছে প্রক্টরিয়াল দলের টহল কার্যক্রম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান ও বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রক্টরিয়াল দলের টহল আরও বাড়ানো হয়েছে। এক সপ্তাহ ধরে রাত ১০টার পর থেকে দলের চারজন সদস্যকে ক্যাম্পাসে নিয়মিত টহল দিতে দেখা যাচ্ছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্রীদের রাত ১০টার মধ্যে নিজ নিজ হলে প্রবেশের বিদ্যমান নিয়মটি আবার জরুরি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে হল কর্তৃপক্ষ। ৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে এবং ৪ আগস্ট প্রথম ছাত্রী হল কর্তৃপক্ষ এ নির্দেশনা প্রকাশ করে ছাত্রীদের হলে প্রবেশ নিশ্চিত করতে বলা হয়েছে।

গতকাল বুধবার রাত ১০টার পর সরেজমিনে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল দলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা ভবনের আশপাশ ও ক্যাম্পাসের পরিত্যক্ত এলাকাগুলো পরিদর্শন করেন। নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীদের হলমুখী হওয়াসহ সার্বিকভাবে শৃঙ্খলার বিষয়টি তদারকি করেন তাঁরা।

গত মঙ্গলবার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বরাবর নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে স্মারকলিপি দেন।

প্রক্টরিয়াল দলের একাধিক সদস্য বলেন, রাতে ক্যাম্পাসে টহল দেওয়া প্রক্টরিয়াল দলের দৈনন্দিন কাজেরই অংশ। নিয়মিত টহল কার্যক্রম আগেও ছিল। বর্তমানে এ কার্যক্রমকে আরও জোরদার করা হয়েছে। আগে দলের দুজন করে সদস্য এ তদারকি কাজ পরিচালনা করতেন। এক সপ্তাহ ধরে তা বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। প্রতিদিন রাত ১০টা থেকে কমবেশি রাত দেড়টা পর্যন্ত তাঁদের এ কার্যক্রম চলে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী মাসুদ রানা বলেন, ‘রাতে টিউশন থেকে ফেরার পথে প্রক্টরিয়াল দলের টহল গাড়ি দেখি। কোনো ঝামেলায় পড়লে তাঁদের হটলাইনে কল করলে দ্রুত সেবা পাওয়া যাচ্ছে। এভাবে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রাখলে নিরাপত্তা ও শৃঙ্খলা—দুটিই বজায় রাখা সম্ভব হবে।’

সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৫ জুলাই সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘নিউজিল্যান্ড’ এলাকার গাজী-কালুর টিলায় ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. বুলবুল আহমেদ (২২)। এর পর থেকেই ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা বাড়ানোর দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে গত মঙ্গলবার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বরাবর নিরাপত্তাকর্মীর সংখ্যা দ্বিগুণ করা, গাজী-কালুর টিলাসহ অন্যান্য টিলায় নিরাপত্তাকর্মী নিয়োগ এবং ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা গ্রহণসহ পাঁচটি দাবি জানিয়ে স্মারকলিপি দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইশরাত ইবনে ইসমাইল প্রথম আলোকে বলেন, প্রক্টরিয়াল দলের টহল কার্যক্রম আগেও ছিল। আগে দুজন সদস্য নিয়মিত টহল দিতেন, এখন শিক্ষার্থীদের দাবি অনুযায়ী এ সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন চারজন সদস্য রাত ১০টার পর থেকে ক্যাম্পাসে টহল কার্যক্রম পরিচালনা করছেন। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই এমনটা করা হচ্ছে।