ছিল না হেলমেট, নছিমনের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জে কাপড়বাহী একটি ভ্যানকে অতিক্রম করতে গিয়ে নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম সাব্বির মিয়া (৩৫)।

হেলমেট না থাকায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাব্বিরের। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের সজল ভূঁইয়া এলপিজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সাব্বির মিয়া সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর গ্রামের গেটবাজার এলাকার একটি গ্যারেজের মেকানিক। তাঁর বাড়ি রায়পুরার ডৌকারচরে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, আমিরগঞ্জ থেকে মোটরসাইকেলে করে বাদুয়ারচরের গেটবাজার এলাকার দিকে যাচ্ছিলেন সাব্বির। পথে সজল ভূঁইয়া এলপিজি পাম্পের সামনে একটি কাপড়বাহী ভ্যানগাড়িকে অতিক্রম করতে যান তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলের।

এতে সড়কে ছিটকে পড়েন এবং হেলমেট না থাকায় মাথায় গুরুতর আঘাত পান সাব্বির। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঘটনাস্থলে এসে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেন।

জানতে চাইলে এসআই আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের সঙ্গে আলোচনার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।