নেত্রকোনায় দলবদ্ধ ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বাবুল মিয়াকে (৫৫) ২১ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নেত্রকোনা সদর উপজেলার হাটখলা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাবুল মিয়া সদর উপজেলার ছোট গরদি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বাবুল মিয়া তাঁর তিনজন সহযোগী নিয়ে ২০০২ সালের ২১ মে রাতে এক নারীকে দলবদ্ধ ধর্ষণ করেন। পরে ওই নারী বাদী হয়ে বাবুল মিয়াসহ চারজনকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ১৪ বছর পর ২০১৬ সালে আসামিদের অনুপস্থিতিতে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালত চার আসামিকেই যাবজ্জীবন কারাদণ্ড দেন। তাঁদের মধ্যে মামলার ৩ নম্বর আসামি প্রায় পাঁচ বছর আগে মারা যান। অন্য দুই আসামি কারাগারে। আর বাবুল মিয়া পলাতক ছিলেন। গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে বাবুল মিয়াকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে আজ শুক্রবার সকালে জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল রাতে অভিযান চালিয়ে হাটখলা বাজার এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাবুল মিয়াকে গ্রেপ্তার করে। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।