হবিগঞ্জ আইনজীবী সমিতিতে মনসুর সভাপতি, মোছাব্বির সম্পাদক নির্বাচিত
হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আবুল মনসুর ও সাধারণ সম্পাদক পদে আবদুল মোছাব্বির বকুল জয়ী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
হবিগঞ্জ আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, এক বছর মেয়াদি কমিটির ১৫টি পদের মধ্যে ১০টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পাঁচটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এবারের নির্বাচনে কোনো প্যানেল ছিল না। সমিতির ৬৫৫ জন ভোটারের মধ্যে ৫৫৩ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি-সাধারণ সম্পাদক পদে জয়ী দুজনই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী।
সমিতির নির্বাচন পরিচালনা বোর্ডের আহ্বায়ক আবদুর রউফ জানান, সভাপতি পদে আবুল মনসুর পেয়েছেন ৩১৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সফিকুল ইসলাম পেয়েছেন ১৯৩ ভোট। সাধারণ সম্পাদক পদে আবদুল মোছাব্বির পেয়েছেন ২৯৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন বকুল পেয়েছেন ১৪০ ভোট।
এ ছাড়া সহসভাপতি হিসেবে আবদুল সবুর তরফদার বাবুল, যুগ্ম সম্পাদক (প্রথম শাখা) পদে সারোয়ার রহমান, যুগ্ম সম্পাদক (দ্বিতীয় শাখা) পদে কামরুল হাসান চৌধুরী, ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক পদে মজিবুর রহমান, লাইব্রেরি ও সাংস্কৃতিক সম্পাদক পদে আয়াতুল ইসলাম এবং জ্যেষ্ঠ সদস্য পদে আশরাফুল আলম, ওবায়দুল্লাহ, আবদুল কাইযুম ও ফয়সল চৌধুরী নির্বাচিত হন।