অবরোধের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের ঝটিকা মিছিল

সীতাকুণ্ডে মিছিলের পর সড়কে অবস্থান ছাত্রদলের কর্মীদের। আজ সকাল আটটায়
সংগৃহীত।

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের মগপুকুর এলাকায় বিএনপির ডাকা অবরোধের সমর্থনে ছাত্রদলের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। আজ বুধবার সকাল আটটার দিকে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দিনের নেতৃত্বে এই ঝটিকা মিছিল বের হয়। মিছিলটি মগপুকুর এলাকা থেকে বের হয়ে বাদামতল এলাকায় গিয়ে শেষ হয়। এ সময়ে অন্তত ২০ মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিল।

ছাত্রদল নেতা আবদুল আল মামুন প্রথম আলোকে বলেন, তাঁরা অবরোধের সমর্থনে শান্তিপূর্ণভাবে মহাসড়কে বিক্ষোভ মিছিল করছেন। মিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন রিফাত, সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির জাহান, বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল আল মামুন, বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জামিল রায়হান।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) দীপক কুমার সিংহ প্রথম আলোকে বলেন, ছাত্রদলের মিছিল হওয়ার কোনো খবর তাঁর কাছে নেই। হয়তো কয়েক মিনিটের জন্য ঝটিকা মিছিল করে তাঁরা চলে যেতে পারেন।