বিজিবি দেখে ভারতের দিকে পালালেন তাঁরা, ফেলে যাওয়া ব্যাগে ছিল আগ্নেয়াস্ত্র-গুলি

দুটি আগ্নেয়াস্ত্র, ১১টি গুলি ও ভারতীয় সিম সংযুক্ত একটি মুঠোফোন উদ্ধার করেছে বিজিবি
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ভারতীয় সীমান্তঘেঁষা একটি এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ১১টি গুলি ও ভারতীয় সিম সংযুক্ত একটি মুঠোফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার তোড়িয়া ইউনিয়নের দক্ষিণ ছেপরাঝাড় এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করেন বোধগাঁও বিজিবি ক্যাম্পের সদস্যরা। এরপর রাত সাড়ে ১২টার দিকে আগ্নেয়াস্ত্রগুলো আটোয়ারী থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বোধগাঁও বিজিবি ক্যাম্পের কমান্ডার গোলাম মোস্তফা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে সীমান্তঘেঁষা দক্ষিণ ছেপরাঝাড় এলাকায় কিছু দুষ্কৃতকারী বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে গোপন সংবাদ পান তাঁরা। এরপর বিজিবির টহল দল সেখানে অবস্থান নেয়। এ সময় ভারত থেকে পাঁচজনের একটি দল বাংলাদেশে প্রবেশ করলে তারা আশপাশে বিজিবির উপস্থিতি টের পেয়ে সেখান থেকে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পালানোর সময় একজনের কাঁধে থাকা একটি লেদারের ব্যাগ সেখানে পড়ে যায়। পরে বিজিবি সদস্যরা ব্যাগটি তল্লাশি করলে সেখানে দুটি ১০ ইঞ্চি লম্বা আগ্নেয়াস্ত্র, ১১টি গুলি এবং ভারতীয় সিম সংযুক্ত একটি মুঠোফোন উদ্ধার করা হয়।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা প্রথম আলোকে বলেন, উদ্ধার করা গুলিসহ দুটি আগ্নেয়াস্ত্র ও একটি মুঠোফোন থানায় জমা দিয়েছে বিজিবি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি আদালতে অবহিত করা হবে। পরে আদালতের নির্দেশনা অনুয়ায়ী এসব আগ্নেয়াস্ত্র ও মালামালের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।