সেপটিক ট্যাংকের ঢাকনা খুলতেই পড়ে মৃত্যু

লাশপ্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে এক পরিচ্ছন্নতাকর্মী ও বাড়ির মালিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে রাখালিয়া বাজারে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাঁদের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত বাড়ির মালিকের হলেন রিয়াজ পাটোয়ারী (৩০)। তবে পরিচ্ছন্নতাকর্মীর (৩২) নাম জানা যায়নি। রিয়াজ পাটোয়ারী ওয়ার্কশপ ব্যবসায়ী ছিলেন।

খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে আধা ঘণ্টা চেষ্টার পর সেপটিক ট্যাংকের দেয়াল ভেঙে তাঁদের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বিষাক্ত গ্যাসের প্রভাবে তাঁদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রাখালিয়া বাজারের পশ্চিম পাশের পাটোয়ারী বাড়ির রিয়াজ পাটোয়ারীর সেপটিক ট্যাংক পরিষ্কারের জন্য ঢাকনা খোলেন পরিচ্ছন্নতাকর্মী। ঢাকনা খোলার সঙ্গে সঙ্গে তিনি ট্যাংকের ভেতরে পড়ে যান। তাঁকে পড়ে যেতে দেখে রিয়াজ পাটোয়ারী ঝুঁকে ট্যাংকের ভেতরে দেখতে যান। এ সময় তিনিও পড়ে যান।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, ভেতরে গ্যাসের কারণে বা অক্সিজেনের অভাবে তাঁদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় সেপটিক ট্যাংক থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।