ঈদের ছুটিতে শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়ি যাওয়া হলো না সাথীর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ময়মনসিংহের নান্দাইলে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাতটার দিকে উপজেলার ফুলবাড়িয়া এলাকায় নান্দাইল-নেত্রকোনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল গ্রামের ভট্টাচার্য পাড়ার ইন্তাজ ব্যাপারীর ছেলে ব্যবসায়ী ইদ্রিস আলী (৪৬) এবং মিঠামইনের ঢাকী গোবিন্দপুর গ্রামের সৌদিআরব প্রবাসী মো. নাছির উদ্দিনের স্ত্রী সাথী আক্তার (২৬)।

নান্দাইল মডেল থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, সাথী আক্তার ঈদ উপলক্ষে একমাত্র ছেলে অলিউল্লাহকে (৭) নিয়ে বাবার বাড়ি নেত্রকোনার কলমাকান্দা যাচ্ছিলেন। অন্যদিকে ছাগল ব্যবসায়ী ইদ্রিস আলী একই অটোরিকশা করে ছাগল কেনার জন্য ঈশ্বরগঞ্জের রায়ের বাজারে যাচ্ছিলেন। অটোরিকশাটি দ্রুতগতিতে নেত্রকোনার দিকে যাচ্ছিল। একই সড়ক দিয়ে বিপরীত দিক থেকে ধানের বস্তাভর্তি একটি ট্রাক নান্দাইল চৌরাস্তার দিকে আসছিল। ট্রাকটিকে অতিক্রমের সময় অটোরিকশাটি ট্রাকের পেছন দিকে বেরিয়ে থাকা রডের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে উল্টে যায়। এতে অটোরিকশার ভেতরে থাকা যাত্রীরা হতাহত হন।

ঘটনার পর পর ইদ্রিস আলীকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং সাথী আক্তারকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। সাথী আক্তারের শিশুসন্তানসহ অটোরিকশার আহত দুই যাত্রী ও চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল মজিদ ঘটনাটি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।