চট্টগ্রাম নগরে ২৪ ঘণ্টায় ৮২ মিলিমিটার বৃষ্টি, হয়েছে জলাবদ্ধতাও
চট্টগ্রাম নগরে আজ শনিবার বিকেল থেকে মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে নগরের কাতালগঞ্জ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টির পানিতে সড়কে পানি জমে যায়। এতে মানুষ ভোগান্তিতে পড়ে। তবে নগরের অন্য কোথাও পানি জমে থাকার খবর পাওয়া যায়নি।
চট্টগ্রামে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ৮২ দশমিক ৮ মিলিমিটার।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে চট্টগ্রামে কয়েক দিন ধরে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। গতকাল শুক্রবার ২৪ ঘণ্টায় ১৯২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। তবে মুষলধারে বৃষ্টি হলেও গতকাল নগরের জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলোতে পানি জমেনি। অন্যান্য বছর এসব এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকত তিন থেকে ছয় ঘণ্টা পর্যন্ত।
তবে টানা বৃষ্টিতে কাতালগঞ্জে পানি জমে যায়। নগরের অন্য কোথাও জলাবদ্ধতার খবর পাওয়া যায়নি। কাতালগঞ্জে মূল সড়কে পানি জমে থাকতে দেখা যায়। পানির কারণে যান চলাচল কিছুটা ব্যাহত হয়।
স্থানীয় দুই বাসিন্দা জানান, কাতালগঞ্জে পানি জমে থাকার মূল কারণ হচ্ছে হিজড়া খাল। নগরের অন্যান্য খাল খনন করা হলেও কাতালগঞ্জ, পাঁচলাইশ, কাপাসগোলা ও চকবাজার এলাকায় এই খাল খনন বা প্রশস্ত করা হয়নি। এর ফলে নগরের উঁচু এলাকা থেকে নেমে আসা বৃষ্টির পানি এসব এলাকায় আটকে যাচ্ছে। পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। মানুষের ভোগান্তি বাড়ছে।
আবহাওয়া অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ ঈসমাইল ভূঁইয়া প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম অঞ্চলে আরও দু-তিন দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কয়েক দিন ধরে বৃষ্টির যে তীব্রতা ছিল, তা কমে আসবে।