নারায়ণগঞ্জে শামীম ওসমান, সেলিম ওসমানসহ ৫৫ জনের বিরুদ্ধে আরেকটি হত্যাচেষ্টা মামলা

শামীম ওসমান ও সেলিম ওসমানছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি করে আহত করার অভিযোগে নারায়ণগঞ্জে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তাঁর ভাই সেলিম ওসমানসহ ৫৫ জনের নামে আরেকটি হত্যাচেষ্টা মামলা হয়েছে। আদালতের নির্দেশে গত মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার বাসিন্দা অহিদ মিয়া বাদী হয়ে এই মামলা করেছেন। মামলায় তিনি তাঁর ছেলে আলিফকে (১৮) গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ এনেছেন। এ নিয়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় জেলার বিভিন্ন থানায় ২৩টি হত্যা মামলাসহ মোট ৩২টি মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এর মধ্যে ১৮টি হত্যাসহ ১৯ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া প্রমুখ। এজাহারে ৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২১ জুলাই বেলা সোয়া তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের ডাচ্‌-বাংলা ব্যাংক এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন চলাকালীন সাবেক এমপি শামীম ওসমান, তাঁর ভাই জাতীয় পার্টির সাবেক এমপি সেলিম ওসমানের নির্দেশে এবং শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়ার নেতৃত্বে সশস্ত্র আসামিরা আগ্নেয়াস্ত্র, শর্টগান, পিস্তল, ককটেল, লাঠি, ইট-পাটকেল এবং ধারালো অস্ত্র ব্যবহার করে হামলা চালায়।

আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর গুলি করতে শুরু করে। এ সময় আলিফের (১৮) বা পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হয়। স্থানীয় লোকজন তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এজাহারে বলা হয়েছে, দীর্ঘ চিকিৎসা গ্রহণ শেষে আলিফের বাবা অহিদ মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করতে যান। পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানালে গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল আদালতে মামলার আবেদন করেন। তাঁর আবদনের পরিপ্রেক্ষিতে আদালত নির্দেশ প্রদান করলে গত ২১ জানুয়ারি দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু হয়।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম। প্রথম আলোকে তিনি বলেন, আদালতের নির্দেশে মামলা নথিভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন