চট্টগ্রামের লোহাগাড়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ মাস্টারহাট এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়া হয়
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেবের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে লোহাগাড়া উপজেলায় অবস্থিত আমিরাবাদ মাস্টারহাট অঞ্চলে এ ঘটনা ঘটে।

দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের পাশে ওই কার্যালয়টি স্থাপন করা হয়েছিল। স্থানীয় দোকানি ও লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মামুনুর রশিদ বলেন, গতকাল দিবাগত রাত দুইটার দিকে তিনি দোকান বন্ধ করে বাসায় চলে যান। তখন কার্যালয়টি অক্ষত ছিল। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে দোকান খুলতে এসে দেখেন কার্যালয়টিতে কারা আগুন দিয়েছে। তবে কুয়াশায় ভেজা থাকায় আগুন পুরো কার্যালয়ে ছড়িয়ে পড়েনি।

স্থানীয় নেতা–কর্মীরা বলেন, ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে এই আসনে নৌকার প্রার্থী হিসেবে আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী বিজয়ী হন। এবারও তিনি এই আসনে আওয়ামী লীগের (নৌকা প্রতীক) মনোনয়ন পেয়েছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আবদুল মোতালেব। তিনি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। সংসদ নির্বাচনে অংশ নিতে তিনি সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন। ফলে ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে এই দুই প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেবের আমিরাবাদ ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক শহিদুল কবির বলেন, কার্যালয়ের চারদিকে আগুন দেওয়া হয়েছে। আগুনে স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেবের ব্যানার ও শতাধিক পোস্টার পুড়ে গেছে। তাঁরা এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেবেন।

আজ দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইনামুল হাছান ও লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম। রাশেদুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটির তদন্ত চলছে। তারপর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’