মুন্সিগঞ্জের সাবেক এমপি ফয়সাল আবারও ৫ দিনের রিমান্ডে
মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ ফয়সালকে হত্যা মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে মুন্সিগঞ্জ আমলি আদালত-১-এর বিচারক নুসরাত শারমীন এই আদেশ দেন।
গত বছরের ৪ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের সময় মুন্সিগঞ্জ শহরে আওয়ামী লীগের গুলিতে সজল মোল্লা নিহত হন। ওই ঘটনায় করা মামলায় ১ জুলাই মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। তখন আদালত তাঁকে সাত দিনের রিমান্ডে দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মুন্সিগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল হালীম প্রথম আলোকে বলেন, ফয়সাল গত সাত দিন রিমান্ডে ছিলেন। তখন পুলিশের তদন্তাধীন গুরুত্বপূর্ণ বিষয়ের জবাবে তিনি অসংলগ্ন ও বিভ্রান্তিকর কথা বলেছেন। ছাত্র–জনতার আন্দোলনে ব্যবহৃত অস্ত্র ও বিভিন্ন বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে।
আজ রিমান্ড শেষে মোহাম্মদ ফয়সালকে আবার আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সজীব দে আরও সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন মোহাম্মদ ফয়সাল। তিনি মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিনের ছেলে। নিজ দলে কোনো পদ না থাকলেও তিনি স্থানীয় আওয়ামী লীগ রাজনীতিতে প্রভাবশালী ছিলেন।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। গত ২২ জুন রাজধানীর মণিপুরিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ১ জুলাই তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুন্সিগঞ্জ কারাগারে পাঠানো হয়।