সরিষাবাড়ীতে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল কিশোরী, বর ও কনের বাবাকে জরিমানা

বাল্যবিবাহ
প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহা. সাদ্দামের হস্তক্ষেপে নবম শ্রেণির ছাত্রী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। গতকাল শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ বিয়ে বন্ধ করা হয়। এ সময় বরের বাবা ও কনের বাবা উভয়কে ২৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার একটি বিদ্যালয়ের নবম শ্রেণিপড়ুয়া কিশোরী মেয়ের সঙ্গে পাশের গ্রামের এক যুবকের বিয়ের আয়োজন চলছিল। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক রাজু রায়হানের মাধ্যমে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহা. সাদ্দাম হোসেন গতকাল রাতে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করেন।

মুহা. সাদ্দাম হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কনের বাবাকে ২৫ হাজার এবং বরের বাবাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়া না পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না, এই মর্মে মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।

আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো. মিজানুর রহমান বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা তাঁদের নিজ মহল্লায় বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু পাচার, মাদক, চোরাকারবারিসহ বিভিন্ন অপরাধের তথ্য সংগ্রহ করে ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসনকে দিয়ে থাকেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাতে বাল্যবিবাহটি বন্ধ করা সম্ভব হয়েছে।