ভাসমান অবস্থায় পাওয়া গেল নৌকা, দুই দিনেও খোঁজ মেলেনি জেলের
পটুয়াখালীর পায়রা নদীতে গতকাল সোমবার মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ায় নিখোঁজ হন মো. হাসনাত (৪০) নামের এক জেলে। নদীর বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি। তবে গতকাল রাত ১০টার দিকে নদীতে ভাসমান অবস্থায় তাঁর মাছ ধরার নৌকা ও মুঠোফোনটি পাওয়া গেছে।
হাসনাত পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, হাসনাত নদীতে নিয়মিত মাছ ধরতে যেতেন। গতকাল সকালে অন্য দিনের মতো তিনি একটি ছোট্ট নৌকা নিয়ে মির্জাগঞ্জ উপজেলার রামপুর এলাকায় পায়রা নদীতে মাছ ধরতে নামেন। কিন্তু সারা দিন পেরিয়ে রাতেও হাসনাত বাড়িতে ফেরেননি। এরপর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের ধারণা, ওই দিন দুপুরের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হয়তো হাসনাত নদীতে পড়ে গেছেন।
নিখোঁজ হাসনাতের শ্বশুর মো. জাকির হোসেন জানান, গতকাল সকাল ১০টার দিকে একটি নৌকা ও জাল নিয়ে হাসানাত পায়রা নদীতে মাছ ধরতে যান। এদিন দুপুরের আবহাওয়া বৈরী হয়ে যায়। এলাকায় বজ্রপাতসহ প্রচুর বৃষ্টি হয়। এ সময় হাসনাত নৌকা নিয়ে মির্জাগঞ্জ উপজেলার রামপুর এলাকায় পায়রা নদীতে অবস্থান করছিলেন। সন্ধ্যায়ও হাসনাত বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে রাত ১০টার দিকে তাঁর মাছ ধরার নৌকাটি রামপুর এলাকায় পায়রা নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। নৌকায় তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও পাওয়া যায়।
মির্জাগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, ‘মাছ ধরতে গিয়ে হাসনাত নামের এক জেলে নিখোঁজ হওয়ার বিষয়টি আমি শুনেছি। নিখোঁজ জেলের পরিবারের সঙ্গে কথা হয়েছে। খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।’
এ বিষয়ে পটুয়াখালী পায়রাকুঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, ওই জেলে নিখোঁজের সংবাদ পাওয়ার পর থেকে নৌ পুলিশের একটি দল তাঁকে উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।