হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পেলেন গৌরনদীর সাংবাদিক জহুরুল

আদালতপ্রতীকী ছবি

হয়রানিমূলক শ্লীলতাহানির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলার সাংবাদিক জহুরুল ইসলাম। আজ বৃহস্পতিবার বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চতুর্থ আদালতের বিচারক আফসান শারমিন ইভা এ রায় দেন।

সাংবাদিক জহুরুল ইসলাম প্রথম আলোর গৌরনদী উপজেলা প্রতিনিধি ছিলেন। তিনি প্রায় ২৬ বছর প্রথম আলোতে কাজ করেছেন।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৫ জুলাই জহুরুল ইসলামকে আসামি করে গৌরনদী থানায় শ্লীলতাহানির মামলা করেন রূপা আক্তার নামের এক নারী। রূপা গৌরনদী উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য মো. রাসেলের স্ত্রী। মামলায় ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান খান আদালতে অভিযোগপত্র জমা দেন। গত সাড়ে ৬ বছর মামলাটি বিচারাধীন থাকার পর ২৩ জানুয়ারি সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগের সত্যতা না পেয়ে বিচারক জহুরুল ইসলামকে খালাস দেন।

সাংবাদিক জহুরুল ইসলাম বলেন, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের আলোচিত সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হারিছুর রহমানের বিভিন্ন অপকর্ম, দুর্নীতি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে প্রথম আলোতে প্রতিবেদন করায় আওয়ামী লীগ সরকারের আমলে হয়রানির উদ্দেশ্যে ৫টি মামলা ও ১১টি সাধারণ ডায়েরি (জিডি) করান তাঁর অনুগত লোকদের দিয়ে। আগে চারটি মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় অব্যাহতি পান। আজ সর্বশেষ মামলাটিতে তাঁকে অব্যাহতি দিয়েছেন আদালত।