হাতিয়ার জেলেপল্লিতে সুইডেনে রাজকুমারী ভিক্টোরিয়া

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে সুইডেনের রাজকুমারি প্রিন্সেস ভিক্টোরিয়া নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া সফর করেন। আজ সকালে বুড়িরচর ইউনিয়নেছবি: প্রথম আলো।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে সফররত সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেপল্লি পরিদর্শন করেছেন। তিনি এ সময় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) মহড়া ও ইউএনডিপির কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

আজ বুধবার সকাল আটটায় হেলিকপ্টারযোগে হাতিয়ায় পৌঁছান প্রিন্সেস ভিক্টোরিয়া। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী।

পৌঁছে তিনি প্রথমে বুড়িরচর ইউনিয়নের কালিরচর গ্রামের বেড়িবাঁধের পাশে বসবাস করা জেলেপল্লির জেলে ও গুচ্ছগ্রামে বসবাসকারী নদীভাঙা ও ভূমিহীন মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।

পরে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) ঘূর্ণিঝড় প্রস্তুতি মহড়া দেখেন। মহড়া পরিদর্শন শেষে ইউএনডিপির উপকারভোগীদের সঙ্গে কথা বলেন তিনি। সবশেষে বিভিন্ন শ্রেণি-পেশার সঙ্গে প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যবিষয়ক সুইডিশ মন্ত্রী জোহান ফরসেল, জাতিসংঘের সহকারী মহাসচিব উলরিকা মোদেরসহ অন্যান্য জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, জাতিসংঘের প্রতিনিধি এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা।