জুতা দেখে সেপটিক ট্যাংকে উঁকি মেরে পাওয়া গেল দুই শিশুর লাশ
ফেনীর ছাগলনাইয়ায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়ার সাত মন্দির রোড এলাকা থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।
দুই শিশু হলো ফয়সাল ফারাবী (৯) ও সাখাওয়াত হোসেন (৮)। ফয়সাল উপজেলার পূর্ব শিলুয়া গ্রামের কাতারপ্রবাসী ইকবাল হোসেনের ছেলে এবং সাখাওয়াত দুর্গাপুর গ্রামের কাতারপ্রবাসী সামছুল হকের ছেলে। তারা দুজনই স্থানীয় ইম্পেরিয়াল স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, দুই শিশু একই ভবনে বসবাস করত। শুক্রবার বিকেলে তারা খেলার জন্য বাসা থেকে বের হয়ে পাশের নির্মাণাধীন ভবনে যায়। সন্ধ্যার পর তারা ফিরে না আসায় স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় কয়েকজন যুবক ভবনের সেপটিক ট্যাংকের মুখে এক জোড়া জুতা দেখতে পান। পরে পানিভর্তি ট্যাংকের ভেতরে আলো ফেলে শিশু দুটির নিথর দেহ দেখতে পান তাঁরা।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে রাত ১১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ছাগলনাইয়া থানার উপপরিদর্শক সালাউদ্দিন রাশেদ বলেন, শিশু দুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলার সময় অসাবধানতাবশত তারা সেপটিক ট্যাংকে পড়ে যায়।
এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ঢাকনা খোলা ছিল। মালিকের অবহেলাতেই এ দুর্ঘটনা ঘটেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।