টেকনাফে ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবকের মৃত্যু

ছুরিকাঘাতপ্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা আশ্রয়শিবিরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। তাঁর নাম নূর মোহাম্মদ (৩০)। তিনি ওই আশ্রয়শিবিরের ডি ব্লকের বাসিন্দা। আজ মঙ্গলবার সকালে ডি ব্লকের পানির ট্যাংক এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, সকালে অজ্ঞাত দুর্বৃত্ত ওই যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যান। আশ্রয়শিবিরের বাসিন্দারা আহত অবস্থায় নূর মোহাম্মদকে স্থানীয় আইপিডি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

রোহিঙ্গা আশ্রয়শিবিরে নিরাপত্তার দায়িত্ব পালন করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। নূর মোহাম্মদকে ছুরিকাঘাতের বিষয়টি জানতে ১৬ এপিবিএনের পুলিশ সুপার মো. জামাল পাশার মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হয়। তবে তিনি কল রিসিভ করেননি।