কুমিল্লায় নির্মাণাধীন ভবন থেকে রাজমিস্ত্রির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

মরদেহ
প্রতীকী ছবি

কুমিল্লার তিতাস উপজেলার নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. মোস্তফা মিয়া (৪৮) নামের এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাতানি ইউনিয়নের রায়পুর গ্রামের প্রবাসী দ্বীন ইসলামের বসতবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রাজমিস্ত্রি মো. মোস্তফা মিয়া রংপুরের মাহিগঞ্জ উপজেলা সদরের বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত মোস্তফা ভবন নির্মাণ করে দেওয়ার চুক্তি নিয়েছিলেন। নিজে রাজমিস্ত্রির কাজ করতেন, তাঁর সঙ্গে আরও দুজন ছিলেন। ওই দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। মোস্তফার লাশ উদ্ধারের পর থেকে ওই দুই শ্রমিককে খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিতাস থানার উপপরিদর্শক (এসআই) মো. কাউছার বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রাজমিস্ত্রি মোস্তফার হাত-পা ও মুখ বাঁধা এবং কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় লাশটি পাওয়া গেছে। তাঁর সঙ্গে আরও দুজন শ্রমিক ছিলেন, তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তাঁরাই মোস্তফাকে হত্যা করে পালিয়েছেন।

মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।