বোদা পৌর বিএনপির নতুন সভাপতি আবদুস সামাদ, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস
১৫ বছর পর পঞ্চগড়ের বোদা পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে আবদুস সামাদ এবং সাধারণ সম্পাদক পদে দিলরেজা ফেরদৌসের নাম ঘোষণা করা হয়েছে। আবদুস সামাদ বোদা পৌর বিএনপির আহ্বায়ক এবং দিলরেজা ফেরদৌস সদস্যসচিব ছিলেন।
আজ মঙ্গলবার দুপুরে বোদা উপজেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লি উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন। এ ছাড়া সম্মেলনে পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম উদ্বোধক এবং বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
বিকেলে বোদা পৌর বিএনপির নতুন কমিটি গঠনের লক্ষ্যে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সন্ধ্যায় সেখানে আলোচনা সাপেক্ষে সবার মতামতের ভিত্তিতে আবদুস সামাদকে সভাপতি এবং দিলরেজা ফেরদৌসকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এ ছাড়া একই সময় আবু সাদাত মো. সায়েমকে জ্যেষ্ঠ সহসভাপতি এবং আরিফুর রহমান ও আবদুল্লাহ আল মারুফকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়েছে।
বোদা পৌরসভা গঠনের পর প্রথম ২০০০ সালে বোদা পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আমির খসরু সভাপতি এবং আবদুস সামাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ২০০৯ সালে দ্বিতীয়বারের মতো বোদা পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আবদুস সামাদ সভাপতি এবং আবু হাসান মো. ওয়াসিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ২০১৯ সালে ওই কমিটি ভেঙে দিয়ে আবদুস সামাদকে আহ্বায়ক ও দিলরেজা ফেরদৌসকে সদস্যসচিব করে বোদা পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।