৬ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ
টানা ছয় দিন ধরে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। মাঘের শেষ দিকে এসে শৈত্যপ্রবাহ কেটে গেলেও রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক। শীত জেঁকে বসায় চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ৯৯ শতাংশ। প্রতি ঘণ্টায় বাতাসের গতিবেগ ৮ থেকে ৯ কিলোমিটার। সকাল থেকে চারদিক ছিল ঘন কুয়াশায় আচ্ছাদিত। তবে সকাল ১০টার পর স্বল্প সময়ের জন্য সূর্য উঁকি দিলেও ছড়াতে পারেনি রোদের তীব্রতা।
গত বুধবার থেকে আজ সোমবার পর্যন্ত টানা ছয় দিন তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। এ সময় তেঁতুলিয়ায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ থেকে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে।
এর আগে গত বুধ থেকে শনিবার পর্যন্ত টানা চার দিন তেঁতুলিয়ার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। এ সময়ে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে।
আবহাওয়াবিদদের ভাষ্য, দেশের কোনো এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করলে অতি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যায়। এ ছাড়া ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলে তীব্র শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা বিরাজ করলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়।
আজ সকালে পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে আছে চারদিক। বইছে উত্তরের ঝিরিঝিরি হিমেল বাতাস। সড়ক-মহাসড়কে যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। রাতভর টিপটিপ বৃষ্টির মতো ঝরা কুয়াশায় ভিজে গেছে পিচঢালা পথ। সকালের হাড়কাঁপানো শীতের মধ্যেই গায়ে শীতের কাপড় জড়িয়ে কর্মজীবী মানুষ ছুটছেন কাজের সন্ধানে। শিক্ষার্থীরা যাচ্ছে স্কুলে। কৃষকেরা কেউ কেউ কাজ করছেন ফসলের খেতে।
সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার কৃষক তোফাজ্জল হোসেন (৫২) বলেন, ‘কয় দিন তকা (থেকে) খুপে কুয়াশা, কিচ্ছু দেখা যায় না। সকালে বেশি ঠান্ডার তানে (জন্য) কাজকাম শুরু করিতে কনেক (একটু) দেরি হচে। কিন্তু বাতাস খানের কনকনানি (কনকনে) ঠান্ডা খান দিন দিন মনে হচে কমে যাছে।’
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, টানা ছয় দিন ধরে তেঁতুলিয়ায় সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। এ এলাকার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ কেটে গেছে। তেঁতুলিয়ার আকাশে মেঘ জমা হওয়ায় গত কয়েক দিনের তুলনায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে কুয়াশা আর মেঘের কারণে ভূপৃষ্ঠে সূর্য তীব্রতা ছড়াতে পারছে না। এ জন্য শীত অনুভূত হচ্ছে।