বিএনপির সাবেক সংসদ সদস্য শামসুল আলম প্রামাণিক ইন্তেকাল করেছেন

আবুল হায়াত মো.শামসুল আলম প্রামাণিক
ছবি: সংগৃহীত

নওগাঁ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হায়াত মো.শামসুল আলম প্রামাণিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ সোমবার ভোর ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

শামসুল আলম প্রামাণিকের ছোট ভাই আনিসুর রহমান বলেন, তাঁর ভাই শামসুল আলম দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস, হৃদ্‌রোগ, কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। গতকাল রোববার অসুস্থ হয়ে পড়লে বিকেলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোর ৫টার দিকে তিনি মারা যান। আজ বেলা ৩টায় মান্দা উপজেলার প্রসাদপুর কামারকুড়ি উচ্চবিদ্যালয় মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। নিজ বাসভবন দেলুয়াবাড়ীতে বিকেল সাড়ে ৪টায় দ্বিতীয় জানাজা হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

শামসুল আলম প্রামাণিক ১৯৮৫ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। বিভিন্ন সময় বিএনপির উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সব শেষ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন বিএনপি এ নেতা।

শামসুল আলমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকসহ অন্য নেতা-কর্মীরা।