বাঘায় ভুট্টাখেত থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার
রাজশাহীর বাঘায় ভুট্টাখেত থেকে শফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর কালিদাশখালীর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধার হওয়া শফিকুল ইসলাম চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর কালিদাশখালী গ্রামের ফজল শেখের ছেলে। তিনি কৃষিকাজ করতেন। তাঁর চার বছরের এক ছেলে ও এক বছর বয়সী এক কন্যাসন্তান আছে।
নিহত শফিকুলের স্ত্রী শারমিনের বরাত দিয়ে স্থানীয় লোকজন জানান, বিকেলে গবাদিপশুর জন্য বাড়ির পাশে ঘাস কাটতে যান শফিকুল। সেখানে কে বা কারা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। পরে মাঠ পাহারাদার হাবলু রক্তাক্ত অবস্থায় শফিকুলকে পড়ে থাকতে দেখে তাঁর ভাগনে আবদুল হালিমকে খবর দেন। পরে আবদুল হালিম স্থানীয় মানুষের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় শফিকুলকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আছাদুজ্জামান বলেন, অপরাধী শনাক্তে মাঠে কাজ করছে পুলিশ। নিহত শফিকুলের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।