প্রধানমন্ত্রীর জনসভা বিকেলে, সকাল থেকে মানুষ ছুটছেন সার্কিট হাউস মাঠে

ছোট ছোট মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর জনসভাস্থলে যাচ্ছেন নেতা-কর্মীরা। আজ শনিবার সকালে ময়নমসিংহ নগরের টাউনহল এলাকায়ছবি: আনোয়ার হোসেন

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা আজ শনিবার ময়মনসিংহ সফরে যাচ্ছেন। বিকেলে তিনি ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এর আগে সকাল থেকেই ছোট ছোট দল নিয়ে মানুষ জড়ো হচ্ছেন জনসভাস্থলে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২ নভেম্বর ময়মনসিংহ গিয়েছিলেন। পাঁচ বছর পর আবার আজ তিনি ময়মনসিংহ যাচ্ছেন। তাঁর এ আগমন উপলক্ষে সব আয়োজন ও প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসন। নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা।

আরও পড়ুন
ট্রেনে করে আশপাশের জেলা–উপজেলা থেকে ময়মনসিংহে আসছেন আওয়ামী লীগ নেতা–কর্মীরা। আজ সকালে ময়মনসিংহ রেলস্টেশনে
ছবি: প্রথম আলো

আজ সকাল সাড়ে ৯টায় নগরের রামবাবু রোড এলাকায় দেখা যায়, এক রঙের শাড়ি পরা নারীরা জনসভায় যাওয়ার জন্য জড়ো হচ্ছেন। তাঁদের একজন শারমিন আক্তার বলেন, ‘প্রধানমন্ত্রীকে দেখার জন্য আমরা কয়েক দিন ধরে খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম। আজ সকাল থেকেই আমাদের এলাকার নারীরা জনসভায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।’

পৌনে ১০টায় স্টেশন রোড এলাকায় দেখা যায়, তরুণদের একটা দল পায়ে হেঁটে সার্কিট হাউস মাঠের দিকে যাচ্ছে। বেলা পৌনে ১১টায় শহরের গাঙ্গিনারপার এলাকায় দেখা যায়, একই রঙের টি–শার্ট পরা কর্মীদের একটি মিছিল জনসভাস্থলের দিকে যাচ্ছে। পাটগুদাম, কালিবাড়ীসহ বিভিন্ন এলাকা ঘুরে একই চিত্র দেখা গেছে।

প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে নৌকার আদলে মঞ্চ তৈরি করা হয়েছে
ছবি: প্রথম আলো

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর জনসভায় অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটবে। ময়মনসিংহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বর্ধিত সভা করে আওয়ামী লীগ জনসভা সফল করার প্রস্তুতি নিয়েছে। সমাবেশেস্থলে নির্মাণ করা হয়েছে ১০০ ফুট দৈর্ঘ্যের আর ৪৮ ফুট প্রস্থের নৌকার আদলে মঞ্চ।

আরও পড়ুন

আওয়ামী লীগ আয়োজিত জনসভায় মানুষের আসার সুবিধার্থে ময়মনসিংহ থেকে জামালপুর, নেত্রকোনা জেলা ও ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় আজ চলবে আটটি বিশেষ ট্রেন। সফরে ময়মনসিংহের ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৩০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।