চাঁদপুরে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে এক বন্ধু নিহত, অপর বন্ধু হাসপাতালে

নিহত আশিক মিয়াজী
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় এক বন্ধু নিহত হয়েছে। এতে গুরুতর আহত অপর বন্ধু হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল শনিবার রাতে উপজেলার চরমাছুয়ার বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোরের নাম আশিক মিয়াজী (১৭)। সে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পইলপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন মিয়াজীর ছেলে। এ ঘটনায় আহত হয়েছে তার বন্ধু মো. নেছার (১৬)। আশিক ও নেছার একই গ্রামের বাসিন্দা। তারা স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মোটরসাইকেলটি কিনেছে মো. নেছার। এর আগেও মোটরসাইকেলে করে দুই বন্ধু ঘুরেছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে দুই বন্ধু মোটরসাইকেলে একসঙ্গে ঘুরতে বের হয়। মোটরসাইকেলটি চালাচ্ছিল নেছার, আর পেছনে বসা ছিল আশিক। তারা মতলব উত্তর উপজেলার চরমাছুয়া এলাকায় বেড়িবাঁধের ওপর পৌঁছালে হঠাৎ নেছার মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যে মোটরসাইকেলটি উল্টে যায়। এতে দুই বন্ধু মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। দুজনকে উদ্ধার করে স্থানীয় লোকজন চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন। পরে রাতেই নেছারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে নেছারের মা আসমা আক্তার বলেন, তাঁর ছেলের অবস্থা আশঙ্কাজনক।

মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) সানোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই কিশোর আশিকের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।