১৬ বছর পর সম্মেলন, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি দাউদ, সম্পাদক মাহফুজুর

আবু দাউদ প্রধান ও মাহফুজুর রহমানছবি : সংগৃহীত

১৬ বছর পর অনুষ্ঠিত হলো পঞ্চগড় সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবু দাউদ প্রধান এবং সাধারণ সম্পাদক পদে মাহফুজুর রহমান (বাবু)। আবু দাউদ আগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও মাহফুজুর সদস্য ছিলেন।

গতকাল শনিবার রাতে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে এ কমিটি গঠিত হয়। ভোটের ফলাফল ঘোষণা করেন পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন। এর আগে দুপুরে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয় অডিটরিয়াম চত্বরের মুক্তমঞ্চে। জাতীয় সংগীত, দলীয় সংগীত পরিবেশনা ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলীয় নেতা-কর্মীরা অংশ নেন।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আওরঙ্গজেব ও রবিউল ইসলাম। চার সদস্যের এ কমিটিকে ১৫ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। ব্যালটের মাধ্যমে হওয়া এ নির্বাচনে ৬৬২ জন ডেলিগেট ও কাউন্সিলর ভোট দেন।

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশাদ জমির। প্রধান বক্তা ছিলেন ফরহাদ হোসেন।

২০০৯ সালের সম্মেলনে আবু দাউদ সভাপতি ও আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০২০ সালে আহ্বায়ক কমিটি গঠিত হয়। আহ্বায়ক হন আনোয়ার হোসেন এবং সদস্যসচিব সেকেন্দার আলী।