নাটোরে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল, যানবাহন ভাঙচুর
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলার ধানাইদহ এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে তাঁরা বিক্ষোভ করেন। এ ঘটনার পর একটি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাস ভাঙচুর করে দুর্বৃত্তরা। খবর পেয়ে বড়াইগ্রাম থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে ধানাইদহ বাজারের সামনে নাটোর-পাবনা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক, বড়াইগ্রাম পৌর যুবদলের সভাপতি আবদুল খালেক, সাধারণ সম্পাদক শামীমসহ নেতা-কর্মীরা প্রমুখ উপস্থিত ছিলেন। মিছিল শেষ হওয়ার পর একই এলাকায় একটি মাইক্রোবাস ও একটি যাত্রীবাহী বাস ভাঙচুর করে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
বড়াইগ্রাম থানার পরিদর্শক শাফিউল আজম প্রথম আলোকে বলেন, মাইক্রোবাস ও বাস ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।