আশুগঞ্জে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন ঘিরে মহাসড়কে দীর্ঘ যানজট

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের যানজট। আজ বিকেল ৪টার দিকেছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের ঘিরে ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন যানবাহের যাত্রী ও চালকেরা। আজ শনিবার দুপুর ১২টা থেকেই মহাসড়কটিতে থেমে থেমে চলছিল যানবাহন।

আজ বিকেল ৫টা পর্যন্ত আশুগঞ্জের গোলচত্বর এলাকা থেকে সরাইল বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের খবর পাওয়া গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আশুগঞ্জের ‘আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজ’ এলাকা থেকে এ যানজটের সৃষ্টি হয়েছে। কলেজ মাঠে দুপুর ১২টা থেকে চলছে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। কলেজটি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত।

এদিকে সড়ক ও জনপথ, জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল বিশ্বরোড মোড় হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫ হাজার ৭৯১ কোটি টাকা ব্যয়ে ৫০ দশমিক ৫৮ কিলোমিটার মহাসড়ককে চার লেনে উন্নীতকরণ কাজের জন্য সড়কটির এক পাশ বন্ধ আছে। এ কারণেও সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ পড়েছে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির দুই পক্ষের বিরোধের ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনটি জেলা শহর থেকে সরিয়ে আশুগঞ্জ উপজেলার ওই কলেজ মাঠে আয়োজন করা হয়। এর আগে গত ২৮ ডিসেম্বর ও ১৮ জানুয়ারি দুই দফায় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের তারিখ ঘোষণা করেও এগুলো বাতিল করে কেন্দ্রীয় বিএনপি। পরে ১ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করে কেন্দ্রীয় বিএনপি। আজ দুপুর ১২টার আগেই সম্মেলন শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলছিল। সম্মেলনে কেন্দ্রীয় জেলা ও বিভিন্ন উপজেলার থেকে কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত হয়েছেন।

যানজট দূর করতে সদর মডেল থানা, আশুগঞ্জ থানা, সরাইল থানা ও হাইওয়ে পুলিশ একযোগে তৎপরতা চালাচ্ছে বলে জানান সরাইল খাঁটি হাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান। তিনি বলেন, ‘বিএনপির ওই সভার কারণেই যানজটের সৃষ্টি হয়েছে। আশা করি সন্ধ্যার মধ্যে যানজট শেষ হয়ে যাবে।’