কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের ঠেলে পাঠানো ১২ জনকে স্বজনদের কাছে হস্তান্তর

বাংলাদেশ–ভারত সীমান্তফাইল ছবি

কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ঠেলে পাঠানো ১২ জনকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভূরুঙ্গামারী থানা চত্বর থেকে তাঁদের পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হয়।

এর আগে গত শুক্রবার গভীর রাতে ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে বিএসএফ ওই ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেয়। সীমান্ত এলাকা থেকে ভূরুঙ্গামারী সদরের দিকে আসার সময় গতকাল সকালে কামাত আঙ্গারিয়া ভাসানীর মোড় থেকে তাঁদের আটক করে বিজিবি। পরে তাঁদের ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ আটক ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এবং রাতে তাঁদের হস্তান্তর করা হয়।

আটক ওই ১২ জন ৩টি পরিবারের সদস্য। তাঁদের মধ্যে ৩ জন শিশু–কিশোর, ৪ জন পুরুষ ও ৫ জন নারী আছেন। তাঁরা দীর্ঘদিন ধরে ভারতে ছিলেন এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সেখানে বিভিন্ন কাজ করতেন।

আটক ব্যক্তিরা জানান, তাঁরা অনেক দিন আগে কাজের সন্ধানে ভারতে যান। কয়েক দিন আগে বিএসএফের সদস্যরা তাঁদের আটক করেন। শুক্রবার গভীর রাতে ভূরুঙ্গামারীর সীমান্ত দিয়ে বিএসএফ তাঁদের বাংলাদেশে ঠেলে দেয়। সীমান্ত থেকে ভূরুঙ্গামারী সদরের দিকে আসার সময় কামাত আঙ্গারিয়া ভাসানীর মোড় থেকে তাঁদের আটক করে বিজিবি।

আরও পড়ুন

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। গতকাল রাতেই তাঁদের পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিরা সবাই জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা।