প্রাচীর ধসে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ পথে আড়াই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
রাজশাহীতে রোববার বিকেলে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টিতে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেলপথের ওপর একটি ঈদগাহের প্রায় ১০০ মিটার দীর্ঘ প্রাচীর ধসে পড়ে।
এতে ঢাকা থেকে ছেড়ে আসা বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি আড়াই ঘণ্টা রাজশাহী স্টেশনে আটকে থাকে। পরে ধসে পড়া প্রাচীর সরানোর পর ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ছয়টার পরপরই রাজশাহী স্টেশনে পৌঁছায়। কিন্তু ট্রেনটি রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। বিকেলের ভারী বৃষ্টির কারণে নগরের দাশপুকুর এলাকায় একটি ঈদগাহের প্রাচীর ভেঙে রেললাইনের ওপর পড়ে। এতে বড় রেলপথের দুটি লাইনই ঢেকে যায়। এরপর প্রকৌশলীরা গিয়ে প্রাচীরটি দুই পাশে সরিয়ে ট্রেন চলাচলের উপযোগী করেন। প্রাচীরটি অপসারণের পর রাত ৮টা ৪০ মিনিটে প্রায় আড়াই ঘণ্টা দেরিতে ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার। তিনি বলেন, রেলপথ থেকে আড়াই ফুট দূরত্বে ঈদগাহের প্রাচীর তোলা হয়েছিল। রাজশাহী সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরকারি অর্থ ব্যয় করে ওই প্রাচীর নির্মাণ করেন। রেলপথের এত কাছে কখনো এভাবে প্রাচীর তোলা যায় না। রেলওয়ের প্রকৌশলীরা এসে প্রাচীর অপসারণ করে ট্রেন ছাড়ার ব্যবস্থা করেছেন। এখন প্রাচীরের বাকি অংশটুকু তাঁরা অপসারণ করছেন। অন্যথায় যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।