সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য আবদুল আজিজ কারাগারে

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল আজিজকে আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে
ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক আবদুল আজিজকে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে আজ মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিচারক ওবায়দুল হক রুমি সাবেক সংসদ সদস্য আজিজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শিউলী খাতুন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, থানা–পুলিশ আজ দুপুরে আবদুল আজিজকে আদালতে সোপর্দ করার পর তাঁর পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। মামলার মূল নথি জেলা দায়রা ও জজ আদালতে থাকায় জামিন শুনানি হয়নি।

এর আগে র‌্যাব-২–এর একটি দল গতকাল সোমবার রাতে ঢাকার কলাবাগান থেকে আবদুল আজিজকে গ্রেপ্তার করে। পরে র‌্যাব-১২–এর মাধ্যমে তাঁকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাড়াশ থানা–পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তাড়াশে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা ও ভাঙচুর এবং হত্যাচেষ্টার অভিযোগে বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে মামলা করেন। হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে করা এ মামলায় সাবেক সংসদ সদস্য মো. আবদুল আজিজসহ আওয়ামী লীগের নেতা–কর্মীদের আসামি করা হয়।

শিশু হাসপাতালের সাবেক চিকিৎসক আবদুল আজিজ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া তিনি পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু পরিষদ ঢাকা শিশু হাসপাতাল শাখার সভাপতি। এর আগে তিনি দীর্ঘদিন ওই হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।