গাজীপুরে গজারিবনের গভীর থেকে কিশোর অটোচালকের মরদেহ উদ্ধার

মরদেহপ্রতীকী ছবি

গাজীপুরে গজারিবনের ভেতর থেকে রাসেল ব্যাপারী (১৪) নামের এক কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে সদর উপজেলার রুদ্রপুর পূর্বপাড়া এলাকাসংলগ্ন বনের গভীর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাসেল ব্যাপারী রুদ্রপুর মধ্যপাড়া এলাকার কাদির ব্যাপারীর ছেলে। সে হোতাপাড়া থেকে আরপি গেট সড়কে অটোরিকশা চালাত।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রুদ্রপুর পূর্বপাড়া থেকে গতকাল শুক্রবার বিকেলে অটোরিকশা নিয়ে বের হয় রাসেল। রাতে সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেন। পরে আজ ভোরে স্থানীয় কয়েকজন বাসিন্দা বনের ভেতর একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে রাসেলের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করেন। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা রাসেলকে শ্বাসরোধে হত্যার পর তাঁর অটোরিকশাটি নিয়ে পালিয়ে গেছে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, আজ সকাল সাড়ে আটটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে রাসেলের অটোরিকশাটি খোয়া গেছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।