ঝালকাঠিতে ঠিকাদারকে মারধরের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারপ্রতীকী ছবি

ঝালকাঠিতে এক ঠিকাদারকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় মনির হোসেন (৪৮) নামের এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে শহরের পূর্ব চাঁদকাঠি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ঝালকাঠি পৌর আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক।

ঝালকাঠি সদর থানায় গতকাল রোববার রাতে মামলাটি করেন ভুক্তভোগী ঠিকাদার আবদুল মন্নান তাওহীদ। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম (ওসি) গ্রেপ্তারের খবরের সত্যতা নিশ্চিত করেন।

লিখিত অভিযোগে ভুক্তভোগী মন্নান তাওহীদ বলেন, আসামি মনিরের সঙ্গে আগে থেকেই ব্যবসায়িক বিষয় নিয়ে তাঁর বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে ১২ ফেব্রুয়ারি সকালে মনির তাঁকে ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের সামনে যেতে বলেন। তিনি সেখানে গেলে মনির তাঁকে গলা ধরে ধাক্কা দিতে দিতে একটি চায়ের দোকানের ভেতর ঢুকিয়ে ঝাপ ফেলে দেন। এভাবে তাঁকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে তাঁর হাতে থাকা লাঠি দিয়ে তাঁকে মারধর করেন। এ সময় তাঁর পাঞ্জাবির পকেটে থাকা পানি উন্নয়ন বোর্ডের অফিস ভবনের রং কেনার জন্য রাখা ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ওসি মো. শহিদুল ইসলাম বলেন, এক ঠিকাদারকে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগের নেতা মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।