বাঁশখালীতে মায়া হরিণ শিকার করে জবাই, ৫ জনকে কারাদণ্ড

চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মায়া হরিণ শিকার করে জবাইয়ের অভিযোগে পাঁচজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ১০টার দিকে উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নের নাপোড়া চুনতি অভয়ারণ্যে এই সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. জসিম (২১), মো. নেজাম (২০), মো. মনজুর (৩০), মো. হোসেন (৪০) ও মো. কালু (১৮)।

বন বিভাগ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল রাতে নাপোড়া চুনতি অভয়ারণ্যে বন্য হরিণ শিকার শেষে জবাই করার খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান বন বিভাগের কর্মীদের নিয়ে সেখানে উপস্থিত হন। এ সময় জবাই করা হরিণসহ পাঁচজনকে আটক করা হয়। পরে তাঁদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও জলদী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ বলেন, মায়া হরিণ শিকার শেষে জবাই করা মাংস ভাগ-বাঁটোয়ারার সময় পাঁচজনকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জবাই করা মায়া হরিণটি মাটি চাপা দিয়ে শিকারের কাজে ব্যবহৃত জাল পুড়িয়ে ফেলা হয়।