ত্রিশালে ইঞ্জিন বিকল হয়ে দুই ঘণ্টা আটকে থাকল বলাকা কমিউটার ট্রেন
ঢাকা-ময়মনসিংহ রেলপথের ত্রিশাল উপজেলার আউলিয়ানগর এলাকায় মোহনগঞ্জগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। আজ সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। পরে উদ্ধারকারী ট্রেনে এলে বেলা পৌনে ১১টার দিকে ট্রেনটি ছেড়ে যায়। এ সময় ঘণ্টাখানেক ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল।
আউলিয়ানগর রেলওয়ে স্টেশনমাস্টার মো. রায়হান চৌধুরী বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী বলাকা কমিউটার ট্রেনটি আউলিয়ানগর স্টেশনের আউটার এলাকায় বেলা সাড়ে আটটার দিকে ইঞ্জিন বিকল হয়ে থেমে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ সাময়িক বন্ধ হয়ে পড়ে।
পরে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন দিয়ে সাড়ে ৯টার দিকে পুশব্যাক করে আউলিয়ানগর রেলওয়ে স্টেশনে নিয়ে এলে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ স্বাভাবিক হয়। তিনি আরও বলেন, রিলিফ ইঞ্জিনের মাধ্যমে বেলা পৌনে ১১টার দিকে বলাকা কমিউটার ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়।