‘নৌকার ভোট নিশ্চিত না হলে তাঁকে আসার দরকার নাই’

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নে গত শুক্রবার বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ
ছবি: প্রথম আলো

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ বলেছেন, নৌকার ভোট নিশ্চিত না হলে, ওই ভোটারের কেন্দ্রে না আসার দরকার নেই। গত শুক্রবার রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সনাতন মোড়ে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে এ কথা বলেন তিনি। সম্প্রতি এ–সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে রোববার বিকেলে রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা যুবলীগের সাবেক সহসভাপতি ওবায়দুর রহমান (ঈগল প্রতীক) জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। রাজশাহী-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওয়াদুদ।

ভিডিওতে আবদুস সামাদকে বলতে শোনা যায়, ‘আমরা সকলকেই কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করব এবং যে বিএনপির মানুষ আসবে, তাঁদের নৌকা মার্কার ভোটটা নিশ্চিত করতে হবে। আমাদের নৌকার ভোট নিশ্চিত না হলে তাঁকে (কেন্দ্রে) আসার দরকার নাই। সে তাইলে অন্য কাহিনি করবে। এটাকেও আপনাদের নিশ্চিত করতে হবে। যার কারণে সেভাবেই আপনারা কাজ করবেন।’

ওবায়দুর রহমানের লিখিত অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওয়াদুদের সমর্থক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ প্রচারণার বিভিন্ন জায়গায় উসকানিমূলক বক্তব্য ও হুমকি দিচ্ছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তাঁর কর্মী-সমর্থকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।  

ওবায়দুর রহমানের নির্বাচনী এজেন্ট ও দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে তাঁরা রোববার বিকেলে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে আবদুস সামাদকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। তবে নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদের ব্যক্তিগত সহকারী (পিএস) বদিউজ্জামান বলেন, এটা ওনার (আবদুস সামাদের) ব্যক্তিগত বক্তব্য। সেখানে নৌকা প্রতীকের প্রার্থীও উপস্থিত ছিলেন না। ফলে তাঁরা এ দায়ভার নেবেন না।

জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ বলেন, এ ধরনের অভিযোগ এখনো তাঁর হাতে আসেনি। অভিযোগ এলে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।