‘শেখ হাসিনার শক্তি জনগণ’

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। শুক্রবার দুপুরে
ছবি: প্রথম আলো

বিএনপি ও সমমনা দলগুলোর জোট যতই বড় হোক না কেন শেখ হাসিনা সরকারকে হঠানোর শক্তি তাদের নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আজ শুক্রবার দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামে শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘আজ ৫৪ দল মিলে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর ঘোষণা দিয়েছে। ৫৪টা কেন ৪৫০টা দলও যদি হয়, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর কোনো শক্তি তাদের নেই। এর কারণ শেখ হাসিনা জনগণের জন্য কাজ করেন, জনগণই তাঁর শক্তি। আগামী নির্বাচনে জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়ে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনবেন। আর ষড়যন্ত্রকারীদের চিরতরে কবর দেওয়া হবে।’

শেখ হাসিনা সরকারকে সরানোর জন্য নানাভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে। চার বছরে তাঁদের (বিএনপির) কোনো খোঁজখবর নেই। নির্বাচন এলেই তারা মাঠে নামে। মিথ্যা কথা ছাড়া তাদের কোনো কথা নেই।

আলোচনা সভা শেষে ভরসা হাউজিং অ্যান্ড ডেভেলপারস লিমিটেডের চেয়ারম্যান শেখ মো. সাহেব আলীর বাড়িতে তাঁর উদ্যোগে উপজেলার পাঁচ হাজার দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় আরও বক্তব্য দেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন প্রমুখ।

শেখ হাসিনাকে হটানোর জন্য বিএনপি উঠেপড়ে লেগেছে উল্লেখ করে মোফাজ্জল হোসেন বলেন, ছিল এক দল, এরপর হলো ২২ দল, ভেঙে হয়েছে ১২ দল, আর এখন নাকি ভেঙে হয়েছে ৫৪ দল। দাবি আদায়ে দফা দিয়েছিল একটা, এরপর তিন থেকে হলো চার। এরপর হলো ১০, তারপর ১৪ দফা। এরপর হলো ২২ দফা, এরপর সব মিলিয়ে ৩১ দফা দিয়েছে। তারা সবাই মিলে নাকি শেখ হাসিনা সরকারকে হটাবে। ৫৪ দল মিলে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর ঘোষণা দিয়েছে।