নওগাঁয় গভীর নলকূপের ঘর থেকে যুবকের লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

নওগাঁর পত্নীতলায় গভীর নলকূপের (ডিপ টিউবওয়েল) ঘর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত নয়টার দিকে উপজেলার নজিপুর ইউনিয়নের রামজীবনপুর এলাকার একটি ফসলের মাঠের গভীর নলকূপের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম সুমন কুমার দাস (৩২)। তিনি উপজেলার পলিপাড়া গ্রামের কালিপদ দাসের ছেলে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, বিদ্যুৎস্পৃষ্টে সুমনের মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে এক ব্যক্তি রামজীবনপুর মাঠের ওই গভীর নলকূপের ঘরে ঢুকলে সুমনের লাশটি পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, নিহত ব্যক্তির আঙুলে দগ্ধ হওয়ার মতো দাগ আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎস্পৃষ্টে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। স্থানীয় লোকজনের দাবি, সুমন হয়তো বৈদ্যুতিক মোটর চুরির উদ্দেশ্যে ওই ঘরে ঢুকেছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য আজ রোববার সকালে ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।