বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে রেলিংয়ের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকাল নয়টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা বাসস্ট্যান্ডসংলগ্ন ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী যুবকের নাম মো. আবু হাসান (৩০)। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু হাসান মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিলেন। আজ সকাল নয়টার দিকে সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা বাসস্ট্যান্ডসংলগ্ন ফ্লাইওভারের নিচে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যে মোটরসাইকেলটি সড়কের পাশের রেলিংয়ে সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

শ্রীনগর হাঁসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ বলেন, খবর পেয়ে পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত যুবকের স্বজনদের খবর দেওয়া হয়েছে।