সড়কে কাভার্ড ভ্যান মেরামত করছিলেন দুই ভাই, আরেক গাড়ির ধাক্কায় নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামের ছুফুয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানটি দুমড়েমুচড়ে যায়ছবি: প্রথম আলো

কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় আরেকটি কাভার্ড ভ্যানের চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। তাঁরা দুজন সহোদর ছিলেন। আজ মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুপুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম সাগর হোসেন (২২) এবং তাঁর সহকারী ও ভাই বেলাল হোসেন (১৮)। তাঁদের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঝিনাইহাট এলাকার বড়গ্রামে। চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আজ ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৌদ্দগ্রামের কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের ইঞ্জিন বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল। পরে আরেকটি কাভার্ড ভ্যানের সহায়তায় সাগর ও বেলাল তাঁদের কাভার্ড ভ্যানটি সচল করার চেষ্টা করছিলেন। এমন সময় পেছন থেকে আরেকটি কাভার্ড ভ্যান ওই দুটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। প্রথম দুটি কাভার্ড ভ্যানের মাঝখানে দাঁড়িয়ে থাকা সাগর ও বেলাল ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করেন। ধাক্কা দেওয়া কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়। তবে এর চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।