আওয়ামী লীগ কোনোদিন ষড়যন্ত্র করে ক্ষমতায় যায়নি: মতিয়া চৌধুরী

নিজের নির্বাচনী প্রচারণা শুরু উপলক্ষে আয়োজিত জনসভায় বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। মঙ্গলবার বিকেলে শেরপুরের নকলা উপজেলার টালকি ইউনিয়নের নয়াবাড়ি হাইস্কুল মাঠেছবি: প্রথম আলো

দেশের মানুষ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। গতকাল মঙ্গলবার বিকেলে শেরপুরের নকলা উপজেলার টালকি ইউনিয়নের নয়াবাড়ি হাইস্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে নিজের নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু উপলক্ষে আয়োজিত জনসভায় এ কথা বলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ি) আসনের এই প্রার্থী।

মতিয়া চৌধুরী বলেন, ‘নির্বাচন ছাড়া আওয়ামী লীগ কোনোদিন ষড়যন্ত্র করে ক্ষমতায় যায়নি। আমরা নির্বাচন ও গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চাই, দেশকে আরও উন্নয়নের দিকে এগিয়ে নিতে চাই। আর এ জন্য আওয়ামী লীগকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’

নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া বেগমের সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ সরকার প্রমুখ।

সভায় নকলা উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় জনতা উপস্থিত ছিলেন। এ সময় টালকি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে নৌকা প্রতীকের মিছিল নিয়ে দলীয় নেতা–কর্মীরা সভাস্থলে জড়ো হন।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে জেলা শহরের চকবাজার এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিজয় শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর-১ (সদর) আসনে দলটির মনোনীত প্রার্থী মো. আতিউর রহমান। এতে দলের বিপুলসংখ্যক নেতা–কর্মী অংশ নেন।