সিরাজগঞ্জে ছাত্র-জনতার মিছিলে অস্ত্র উঁচিয়ে গুলি করা আবু মুছা গ্রেপ্তার
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তিনটি হত্যা মামলার আসামি যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে র্যাবের একটি দল। গতকাল শনিবার সন্ধ্যা সাতটায় কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্ট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম আবু মুছা ওরফে কিলার মুছা (৪২)। গত ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ পৌর শহরে আন্দোলনরত ছাত্র–জনতার ওপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ করে তিনজনকে হত্যা মামলার অন্যতম আসামি তিনি। সিরাজগঞ্জ পৌর যুবলীগের সদস্য আবু মুছা সিরাজগঞ্জ পৌর শহরের দত্তবাড়ি মহল্লার সানোয়ার হোসেনের ছেলে।
র্যাব-১২ কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ত্রাসী আবু মুছাকে র্যাব-১২ ও র্যাব-১৫ এর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। আবু মুছা গত ৪ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে সিরাজগঞ্জ শহরে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি করেন। ছাত্র–জনতা হত্যাসংক্রান্ত দায়ের করা তিনটি হত্যা মামলার অন্যতম এই আসামি সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর ক্যাডার।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ছাত্র-জনতার ওপর গুলি করার কথা স্বীকার করেছেন আবু মুছা। পাশাপাশি সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর ক্যাডার হয়ে পৌর শহরে অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক ভূমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন তিনি।
র্যাব জানায়, গত ৫ আগস্টের পর থেকে আবু মুছা বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিলেন এবং কক্সবাজারে আত্মগোপনে থেকে সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা করছিলেন। তাঁর বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। রোববার সকালে তাঁকে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।