কক্সবাজার জেলার মানচিত্র

নিখোঁজের তিন দিন পর কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড় থেকে বন বিভাগের পাহারা দলের অপহৃত তিন প্রহরীকে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বেলা দুইটার দিকে টেকনাফের লেদা রোহিঙ্গা আশ্রয়শিবিরের পাহাড় থেকে স্থানীয় জনতা, পুলিশ ও বন বিভাগের লোকজন তাঁদের উদ্ধার করেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী।
কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, টেকনাফে অপহৃত তিন বনপ্রহরীকে উদ্ধার করা হয়েছে। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।

তবে নাম প্রকাশ না করা শর্তে একজন পিসিজি সদস্য বলেন, সন্ত্রাসীরা ১৬ থেকে ১৮ জনের মতো ছিল। প্রায় দেড় শতাধিক স্থানীয় বাসিন্দা, বনকর্মী, পাহারা দলের পিসিজি সদস্য, পুলিশ ও স্থানীয় ইউপি সদস্যেরা অভিযানে অংশ নেন। গহিন পাহাড়ের ভেতরে অপহৃত তিনজনকে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তাঁদের ব্যবহৃত কিছু আসবাবপত্র উদ্ধার করা হয়েছে। তবে সহকর্মীদের জীবিত অবস্থায় উদ্ধার করতে পারায় তিনি আনন্দিত বলে জানান।

গত শুক্রবার মো. শাকের (২০), আবদুর রহমান (৪২) ও আবদুর রহিম (৪৬) নামের তিন বনপ্রহরী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী বিটের নেচার পার্ক বনে পাহারা দেওয়ার সময় নিখোঁজ হন। পরদিন সকালে ফোনে পরিবারের সদস্যদের কাছে তিনজনের মুক্তিপণ দাবি করে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জোবাইর সৈয়দ জানান, পুলিশ এখনো পাহাড়ে অভিযানে রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

আরও পড়ুন

টেকনাফে অপহৃত তিন বনপ্রহরী উদ্ধার হয়নি, এবার ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি