ছুটিতে বাড়ি এসে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

মহিদুল ইসলাম

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মহিদুল ইসলাম (২৬) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে জেলা সদরের খোকশাবাড়ি ইউনিয়নের রামকলা গ্রামের সোনারডাঙ্গায় ওই দুর্ঘটনাটি ঘটে।

মহিদুল রামকলা গ্রামের আবদুস সাত্তারের ছেলে। স্থানীয় ব্যক্তিরা জানান, মোটরসাইকেলে দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভুল্লি বাজারের দিকে যাচ্ছিলেন মহিদুল ইসলাম। এ সময় ঘটনাস্থলে একটি ভুট্টাবোঝাই ট্রাক্টর অতিক্রম করতে গেলে ওই ট্রাক্টরের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মহিদুল ইসলামের প্রতিবেশী সিরাজ উদ্দিন জানান, ১৫ দিনের ছুটিতে শনিবার বাড়িতে আসেন মহিদুল ইসলাম। যশোর সেনানিবাস থেকে তাঁর বদলি হয় ঢাকা সেনানিবাসে। বদলিজনিত ছুটিতে বাড়িতে আসেন তিনি। দুপুরে দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভুল্লি গ্রামে তাঁর মা জান্নাতী বেগমকে আনতে মোটরসাইকেলে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে নিহত হন।

নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. জুলফিকার আলী বলেন, বেলা সোয়া একটার দিকে মহিদুলকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউপ বলেন, মরদেহ হাসপাতালে আছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরটি পুলিশ হেফাজতে আছে। পরিবারের সদস্যরা থানায় এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।