ভারী বর্ষণে রেলসেতু দেবে কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

রেলসেতু দেবে ট্রেন চলাচল বন্ধ আছে। শনিবার সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গেরডাবরী এলাকায়
ছবি: প্রথম আলো

কয়েক দিনের ভারী বর্ষণে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গেরডাবরী এলাকায় একটি রেলসেতু দেবে গেছে। এতে গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে কুড়িগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, কয়েক দিন থেকে ভারী বর্ষণের কারণে গতকাল সন্ধ্যার পর রাজারহাট উপজেলার সিঙ্গেরডাবরী এলাকা ‘ফোর জে’ নামে রেলসেতুটি দেবে যায়। এতে কুড়িগ্রাম জেলার সঙ্গে চিলমারী উপজেলার রমনা রেলস্টেশন থেকে পার্বতীপুরগামী চিলমারী কমিউটার ট্রেন, কুড়িগ্রাম এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেসের শাটল ট্রেন যাতায়াত বন্ধ হয়ে যায়। এ কারণে কুড়িগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য বের হওয়া ট্রেনের যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়েছেন।

কুড়িগ্রাম রেলস্টেশনের স্টেশনমাস্টার মো. শামসুজ্জোহা বলেন, গতকাল রাতে রংপুর এক্সপ্রেস ট্রেনের শাটল ট্রেন কুড়িগ্রাম-কাউনিয়া যাতায়াত বন্ধের মাধ্যমে সারা দেশের সঙ্গে কুড়িগ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে গতকাল রাত থেকেই রেলসেতুটি মেরামতের কাজ চলছে। আশা করছেন, রংপুর এক্সপ্রেস ট্রেনের শাটল ট্রেনটি আজ শনিবার রাত থেকে যাতায়াত করতে পারবে। সেই সঙ্গে রেলসেতুটির মেরামতকাজ শেষ না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাট থেকে ঢাকা যাতায়াত করবে। যাত্রীরা কাউনিয়া বা লালমনিরহাট থেকে ট্রেনটি ধরতে পারবেন।

চিলমারী রমনা কমিউটার ট্রেনে করে রংপুরগামী যাত্রী রাইয়াদ মারিয়া সরশী বলেন, ‘আমি রংপুরে পড়ালেখা করি। আজ চিলমারী কমিউটার ট্রেনে করে রংপুরে যাওয়ার জন্য স্টেশনে এসে জানতে পেলাম, রাজারহাট উপজেলার সিঙ্গেরডাবরী এলাকায় রেলসেতু দেবে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বাধ্য হয়ে এখন বাসে যেতে হবে।’

রাসেল ইসলাম নামের ঢাকাগামী এক যাত্রী বলেন, বাসে উঠলে মাথাব্যথা করে। দুই দিন চেষ্টা করে অনলাইনে টিকিট করেছেন। কিন্তু আজ কুড়িগ্রাম রেলস্টেশনে এসে জানতে পেলেন রেলসেতু দেবে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস আজ লালমনিরহাট থেকে ছাড়বে। এখন আবার বাসে করেই লালমনিরহাট কিংবা কাউনিয়া গিয়ে ট্রেন ধরতে হবে। ভোগান্তির শেষ নেই।