নেত্রকোনায় ঘুষ নিয়ে বিল আটকে রাখার অভিযোগে গণপূর্ত কার্যালয়ের সামনে বিক্ষোভ
নেত্রকোনায় গণপূর্ত অধিদপ্তরের বিভাগীয় হিসাবরক্ষক নাছিমা আক্তার রেখার বিরুদ্ধে বেশ কয়েকজন ঠিকাদারের কাছ থেকে অবৈধভাবে উৎকোচ গ্রহণ করেও বিল আটকে রাখার অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুর থেকে ভুক্তভোগী ঠিকাদারেরা নেত্রকোনা গণপূর্ত কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। এ সময় ওই হিসাবরক্ষকের ব্যক্তিগত গাড়ি আটক করে রাখেন ঠিকাদারেরা।
নেত্রকোনা গণপূর্ত কার্যালয় ও ঠিকাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, কার্যালয়ের বিভাগীয় হিসাবরক্ষক নাছিমা আক্তার ২০২২ সালের ২৭ জুলাই ময়মনসিংহ গণপূর্তের কার্যালয় থেকে পদোন্নতি পেয়ে নেত্রকোনায় যোগদান করেন। ঠিকাদারদের অভিযোগ, যোগদানের পর থেকেই তিনি টাকা ছাড়া বিলের কোনো নথিতে হাত দেন না। যাঁরা তাঁকে টাকা দেন, তিনি তাঁদের বিল ছেড়ে দেন। এ ছাড়া তাঁর চাহিদামতো টাকা আগে না দিলে তিনি বিভিন্ন অজুহাতে বিল আটকে রাখেন। ঘটনার প্রতিবাদে আজ দুপুর থেকে ঠিকাদারেরা প্রথমে তাঁর প্রত্যাহারের দাবিতে কক্ষ ঘেরাও করে রাখেন। পরে ওই কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বুঝিয়ে ঠিকাদারদের শান্ত করলে তাঁরা নিচে এসে বিক্ষোভ করেন।
নেত্রকোনা মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে সংস্কারকাজ শেষে ২০২২ সালের জুলাইয়ে ১৫ লাখ টাকার বিল জমা দিই। কিন্তু হিসাবরক্ষক ওই কার্যালয়ে যোগদান করেই আমার কাছে ৭৫ হাজার ঘুষ চান। আমি টাকা না দেওয়ায় তিনি আমার বিলের পুরো ফাইলটি গায়েব করে দিয়ে এখন বলছেন, আমি নাকি কোনো বিল জমা দিইনি। পরে আমি ফটোকপি দেখালে তিনি বলেন এক লাখ টাকা নিয়ে আসেন। এভাবে তিনি আমার মতো সব ঠিকাদারের কাছ থেকে ঘুষ নিয়েও কাজ করছেন না।
ঠিকাদারি প্রতিষ্ঠান নাদিরা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দুই বছর আগে আমি জেলা প্রশাসকের কার্যালয়ে ২ লাখ ৬১ হাজার টাকার সংস্কারকাজ করি। যথাসময়ে কাজ শেষ করে বিল জমা দিই। নিয়মমাফিক অন্য কর্মকর্তা-কর্মচারীরা বিলে স্বাক্ষর করলেও হিসাবরক্ষক নাছিমা আক্তার বিলটি টাকার জন্য আটকে রাখেন। পরে তিনি গত জুন মাসে আমার কাছে ৩০ হাজার টাকা ঘুষ চাইলে ওই সময় নগদ ৮ হাজার টাকা দিই। কিন্তু তাঁর চাহিদা পূরণ না হওয়ায় তিনি বিভিন্ন অজুহাতে আমার বিলটি আটকে রাখছেন।’
চৌধুরী এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সুজন ভূঁইয়া বলেন, ‘নেত্রকোনা মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে সংস্কারকাজ শেষে ২০২২ সালের জুলাইয়ে ১৫ লাখ টাকার বিল জমা দিই। কিন্তু হিসাবরক্ষক ওই কার্যালয়ে যোগদান করেই আমার কাছে ৭৫ হাজার ঘুষ চান। আমি টাকা না দেওয়ায় তিনি আমার বিলের পুরো ফাইলটি গায়েব করে দিয়ে এখন বলছেন, আমি নাকি কোনো বিল জমা দিইনি। পরে আমি ফটোকপি দেখালে তিনি বলেন এক লাখ টাকা নিয়ে আসেন। এভাবে তিনি আমার মতো সব ঠিকাদারের কাছ থেকে ঘুষ নিয়েও কাজ করছেন না। তিনি দামি গাড়িতে করে অফিস করেন।’
ঠিকাদার এনামুল হক বলেন, ‘হিসাবরক্ষককে টাকা না দেওয়ায় আমার ১ লাখ ২০ হাজার টাকার বিল আটকে রেখেছেন দেড় বছর ধরে। আমার মতো এ রকম সূচি কনস্ট্রাকশন, নাহিদ এন্টারপ্রাইজ, সরকার এন্টারপ্রাইজ, সাদ এন্টারপ্রাইজ, চৌধুরী এন্টারপ্রাইজসহ প্রায় ২০ জন ঠিকাদারের বিল আটকে রেখেছেন।’
এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে হিসাবরক্ষক নাছিমা আক্তার বলেন, ‘এ ব্যাপারে আমি কোনো কথা বলব না।’ অপর প্রশ্নে তিনি বলেন, ‘আমি কারও কাছ থেকে টাকা নিইনি। আর টাকা চাইলেই সহজেই কি কেউ দিয়ে দেয়?’ আটক গাড়িটির বিষয়ে তিনি বলেন, ‘ঠিকাদারেরা এভাবে আমার গাড়ির আটকিয়ে রেখে কাগজপত্র নিতে পারে না। গাড়িটি আমার না। এটা আমার বোনজামাইয়ের।’
এ ব্যাপারে জানতে চাইলে নেত্রকোনা গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হাসিনুর রহমান বলেন, ‘হিসাবরক্ষকের বিষয়ে অনেক অভিযোগ প্রায়ই আমি শুনি। অনেক সময় তিনি আমার কথাও শুনতে চান না। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’
এদিকে রাত সাড়ে আটটার দিকে নির্বাহী প্রকৌশলী বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিলে ঠিকাদারেরা বিক্ষোভ তুলে নেন। তবে ঠিকাদারেরা জানান, বিষয়টি দ্রুত সুরাহা না হলে আগামীকাল শুক্রবার তাঁরা হিসাবরক্ষকের দুর্নীতির প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করবেন। এ সময় আটক করে রাখা গাড়িটি ছেড়ে দেন ঠিকাদারেরা।