নারায়ণগঞ্জে রেলপথে ভারী পাত রেখে নাটবল্টু লাগিয়ে নাশকতার চেষ্টা

রেলপথে লোহার মোটা ভারী পাত রেখে লাগানো নাটবল্টু অপসারণ করা হচ্ছে। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কোতোলেরবাগ হকবাজার এলাকায়ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে লোহার মোটা ভারী পাত রেখে নাটবল্টু লাগিয়ে ট্রেন আটকে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। পরে পুলিশ এসে গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার ফতুল্লার কোতোলেরবাগ হকবাজার–সংলগ্ন রেলপথ থেকে এসব অপসারণ করে।

রেলওয়ে নারায়ণগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, রেললাইনের ওপর ভারী লোহার পাত রেখে নাটবল্টু লাগিয়ে রেখেছিল দুর্বৃত্তরা। ওই লোহার ভারী পাতের ওপর দিয়ে রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ট্রেন একবার চলে গেছে। তখন বিকট শব্দ হয়। সেই শব্দ শুনে স্থানীয় লোকজন রাতে রেললাইনে গিয়ে লোহার পাত ও নাটবল্টু দেখতে পান। পরে তাঁরা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান।

পুলিশের ভাষ্য, লোহার পাতটি এমনভাবে লাগানো ছিল যে নারায়ণগঞ্জ থেকে ঢাকার দিকে ট্রেন যেতে তেমন সমস্যা হবে না। তবে ঢাকা থেকে নারায়ণগঞ্জের দিকে আসার পথে লোহার পাতের ওপর দিয়ে চলার সময় ট্রেন কাত হয়ে পড়ার ঝুঁকি ছিল। তবে তার আগেই ভারী লোহার পাত ও নাটবল্টু অপসারণ করা হয়েছে। রেলপথের নিরাপত্তায় টহল পুলিশ বাড়ানো হয়েছে।

নারায়ণগঞ্জ রেলস্টেশনের স্টেশনমাস্টার কামরুল ইসলাম বলেন, রাত ১০টার পর ঢাকা থেকে নারায়ণগঞ্জগামী ট্রেন না থাকায় কোনো দুর্ঘটনা ঘটেনি। ভারী লোহার পাত ও নাটবল্টু অপসারণ করায় আজ বুধবার সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
নাশকতার চেষ্টাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম।