ক্রিকেট বল আনতে ছাদে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে স্কুলছাত্রের মৃত্যু

ক্রিকেট বল আনতে ছাদে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নিহত স্কুলছাত্র মুহাম্মদ সালাউদ্দিন তাসিনছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে বাড়ির উঠানে ক্রিকেট খেলার সময় বল গিয়ে আটকে যায় পাশের বাড়ির ছাদে। এটি নামিয়ে আনতে দোতলা নির্মাণাধীন ভবনের ছাদে উঠে স্কুলছাত্র মুহাম্মদ সালাউদ্দিন তাসিন (১৬) নামের এক কিশোর। এ সময় ভবনের পাশ ঘেঁষে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে আটকে যায় সে।

পরে বাড়ির বাসিন্দা, বিদ্যুৎ কার্যালয়ের লোকজনসহ সংযোগ বন্ধ করে তাকে নিচে নামিয়ে আনেন। তবে ততক্ষণে তাসিন আর বেঁচে নেই। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার সমিতির হাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাজা মিয়া চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত তাসিন ওই এলাকার সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী মুহাম্মদ বাবুর তিন ছেলে এক মেয়ের মধ্যে সবার বড়। সে সমিতির হাট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ তাসিনসহ একদল কিশোর বাড়ির উঠানে ক্রিকেট খেলছিল। এ সময় পাশের আবু হাসান নামের এক ব্যক্তির নির্মাণাধীন দোতলা বাড়ির ছাদে তাদের বলটি আটকে যায়। সেটি আনার জন্য গেলে পাশ দিয়ে বসে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে আটকে যায় তাসিন। এরপর সবার চোখের সামনেই ঝলসে যেতে থাকে ছেলেটি। একপর্যায়ে নিথর হয়ে যায় শরীর।

তাসিনের চাচা ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহেদ উল্লাহ প্রথম আলোকে বলেন, তাসিনের বাবা মুহাম্মদ বাবু কাল বুধবার সকালের একটি ফ্লাইটে  দেশে আসবেন। এরপর জোহরের নামাজের পর তার জানাজা ও দাফন হবে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. নুরুল হুদা প্রথম আলোকে বলেন, এটি একটি দুর্ঘটনা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে। কারণ, পরিবার চায় না কিশোর ছেলের লাশ কাটাছেঁড়া করা হোক।