কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও কলরবে নওগাঁয় চলছে জিপিএ-৫ সংবর্ধনা

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বাস। আজ শুক্রবার সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে
ছবি: শহীদুল ইসলাম

নওগাঁয় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান চলছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে শুরু হয় অনুষ্ঠান। কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও কলরবে মুখর হয়ে উঠেছে মিলনায়তন প্রাঙ্গণ।

দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবারের উৎসবটি পাওয়ার্ড বাই ‘বিকাশ’। সহযোগিতা করছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। নওগাঁয় এই উৎসবে অংশ নিচ্ছে প্রায় ৯০০ কৃতী শিক্ষার্থী।

আজ সকাল আটটার পর থেকেই শিক্ষার্থীরা সংবর্ধনা অনুষ্ঠানস্থলে জমায়েত হতে শুরু করে। নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে এসে কেউ নিবন্ধনের আমন্ত্রণ কার্ড হাতে নিয়ে বুথের সামনে লাইনে দাঁড়িয়ে উপহারসামগ্রী গ্রহণ করে। কেউ বন্ধুদের সঙ্গে ছবি তোলে। সবার মুখে ছিল হাসির ঝিলিক। সকাল ৯টার মধ্যে সদর উপজেলা পরিষদ মিলনায়তন শিক্ষার্থীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তাদের সঙ্গে আসা অভিভাবকদের আগমনে মিলনায়তনের আশপাশের চত্বরও ভরে যায়। এরপর নওগাঁ প্রথম আলো বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে দলীয়ভাবে জাতীয় সংগীত পরিবেশিত হয়।

জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। আজ শুক্রবার সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে
ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক। শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন শিক্ষাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক তারিকুল হাসান, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, নওগাঁ কেডি সরকারি উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক হাসমত আলী, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রবিন শীষ ও প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন প্রথম আলো নওগাঁ বন্ধুসভার সদস্য পারমিতা রায়।

দিনব্যাপী সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে ক্রেস্ট, সার্টিফিকেট, প্রথম আলো ই-পেপার (১ মাস) ও চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন, শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স, ফ্রেশ ব্র্যান্ডের স্ন্যাকস বক্স।

নওগাঁয় জিপিএ–৫ উৎসবে অংশ নিচ্ছে ৯ শতাধিক কৃতী শিক্ষার্থী
ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে এসে ভালো লাগার কথা জানায় শিক্ষার্থীদের অনেকেই। নওগাঁ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আখতার বলে, ‘অন্য রকম অনুভূতি হচ্ছে। বান্ধবীদের সঙ্গে দেখা হয়েছে। আনন্দে সময় কাটছে।’

নওগাঁ কেডি সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মাহফুজ আলম বলে, ‘এ সংবর্ধনায় এসে সুন্দর সময় কাটছে।’ নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী সুভাষ ও সুজন বলে, ‘বন্ধুদের অনেকেই নানা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে দূরে চলে গিয়েছে। এই অনুষ্ঠান সবাইকে এক করেছে। বন্ধুদের সঙ্গে পেয়ে খুব ভালো লাগছে।’