দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে অজ্ঞাতপরিচয় (৫২) এক নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলা মৌপুকুর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, গতকাল মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
পার্বতীপুর রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক আবু বক্কর সিদ্দীক বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় লোকজনের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানান, উপজেলার ৩ নম্বর খানপুর ইউনিয়নের মৌপুকুর গ্রাম–সংলগ্ন রেললাইনের পাশে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ পড়ে থাকতে দেখেন লোকজন। প্রথমে তাঁরা বিরামপুর রেলওয়ে স্টেশনে খবর দেন। পরে স্টেশন থেকে পার্বতীপুর রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। তখন পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করে।